২৪ বছর বয়সী এক ছেলে ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিল “বাবা, দেখো গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে” বাবা হাসছিল এবং পাশের সিটে বসা এক জুটি, ছেলেটির এমন বাচ্চা সুলভ আচরণ সহানুভুতি নিয়ে দেখছিল।
হঠাৎ করে ছেলেটি আবারও চেঁচিয়ে উঠল- “বাবা, দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে” জুটিটি আর নিরব থাকতে পারল না, ছেলেটির বাবাকে বলে ফেলল-
“আপনি আপনার ছেলেকে কেন কোন ডাক্তারকে দেখাচ্ছেন না?”
উত্তরে হেসে বাবা বলল- ‘আমি দেখিয়েছি, আমরা হাসপাতাল থেকেই আসছি, আমার ছেলে জন্ম অন্ধ, আজকেই সে তার চোখের আলো ফিরে পেল, আজকেই সব কিছু দেখতে পারছে।
(পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে। কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না। হয়তো সত্যিটা আপনাকে চমকে দিতে পারে।)